আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জামিজুরীতে পুকুর ঘাট উদ্বোধন করেন লোকমান হাকিম

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : সোমবার ২০ ফেব্রুয়ারী ২০২৩ ০১:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভাস্থ জামিজুরী গ্রামের সমাজ সেবক ও শিক্ষানুরাগী এবং পরোপকারী নেপাল চন্দ্র সরকারের নিজ অর্থায়নে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জামিজুরী শ্রী শ্রী গীতা আশ্রমের সামনে তেলনী পুকুর ও সেনবাড়ীর সামনে নয়া পুকুরে পাকা ঘাট নির্মাণ শেষে এলাকাবাসীর ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) এই দুটির ঘাটের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সদস্য, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি লোকমান হাকিম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকায় ঘাট নির্মাণ ও সমাজ সেবা করে যাওয়া মানবসেবক নেপাল চন্দ্র সরকার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন হাজারী শপিং সেন্টারের সাবেক অর্থ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। ঘাট নির্মাণে রাজমেস্ত্রী হিসেবে সহযোগিতা করেন পিন্টু দাশ ও তার সহযোগীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী শপিং সেন্টারের অর্থ সম্পাদক রতন দাশ, শিক্ষক রাজীব চক্রবর্তী, গ্রাম ডা. নয়ন ভট্টাচার্য্য, উত্তম দত্ত, টিংকু চৌধুরী, জয় দাশ, তন্ময় সিকদার, রতন সেন, নেপাল ঘোষ, নেপালী সেন, কৃষ্ণা সেন, জয়া সেন, আরতী ঘোষ, বেবি দাশ, নিলি দাশ, রুম্পা দাশ, শম্পা দাশ, অঞ্জু দাশ, আলো রাণী দত্ত, টিকলু দে, জিয়া প্রমুখ।