আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৩০:০০ পূর্বাহ্ন | জাতীয়

জাতীয় গ্রন্থাগার দিবস রোববার (৫ ফেব্রুয়ারি)। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। দেশব্যাপী বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তথ্য প্রযুক্তির অভাবিত উন্নয়নস্রোতে পরিবর্তনের নতুন ধারার বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রন্থাগারের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে, পাশাপাশি গ্রন্থাগারগুলোকে ডিজিটালাইজেশনের জন্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।