আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

ঢাকা অফিস : | প্রকাশের সময় : শনিবার ২৯ জুলাই ২০২৩ ০১:২০:০০ অপরাহ্ন | রাজনীতি

 

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আজ (শনিবার) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

 

তবে, জরুরি সভাটি ধানমন্ডির ৩/এ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নাকি ২৩, বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

 

 

উল্লেখ্য, কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিং-এর মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।