আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ছোট মহেশখালীর পাহাড়ে নৌ বাহিনীর অভিযানে চোলাই মদসহ সরঞ্জামাদি উদ্ধার

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরী ঘোনা নামক পাহাড়ে মদের কারখানায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে মহেশখালীর নৌ বাহিনীর অভিযানিক দল। পরে মদের আস্তানাটি গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পায়নি অভিযানকারীরা।

৮ই আগষ্ট ভোর ৪টায় দুর্গম পাহাড়ী এলাকার গভীর অরণ্যে স্থাপিত এই মদের কারখানায় অভিযান পরিচালিত হয়। মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দার চৌধুরী আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

তিনি জানান, এলাকাবাসীর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ছোট মহেশখালীর ওই গভীর পাহাড়ের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় চোলাই মদ তৈরীর কারখানা স্থাপন করে উৎপাদিত মদ বিভিন্ন এলাকায় সাপ্লাই করে আসছে। গহীন পাহাড়ে পায়ে হেঁটে অভিযান চালিয়ে পাহাড়ি গুহায় বিশাল মদের কারখানার সন্ধান পাই। মদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ  এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী।

 এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করা হয়।