আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ছিনতাইয়ের চেষ্টা চাম্বল থেকে ৩ ছিনতাই কারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ

এম শফিউল্লাহ, বাঁশখালী : | প্রকাশের সময় : শুক্রবার ২ ফেব্রুয়ারী ২০২৪ ১১:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন ইরান চৌধুরীর ব্রিক ফিল্ডের সামনে থেকে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের সময় পুলিশ ১টি ছোরাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সংগঠিত এই ঘটনায় ট্রাক চালক চাম্বল এরাকার মোজাফফর আহমদ পিতা আবদুল হাকিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে একটি ছোরাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার হেফাজ উদ্দীন(৪১) পিতা মৃত মোসলেম উদ্দিন, মোহাম্মদ সানি আহমদ (৩২), পিতা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সোহেল (২৩) পিতা মোহাম্মদ হামিদকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের নির্দেশে এসআই হাফিজের রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকায় একটি লবণ বোঝাই ট্রাক ইরান চৌধুরীর ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছলে ব্যরিকেড দিয়ে ট্রাক থামিয়ে চালকের কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে। এসময় বাঁধা দিলে চালক মোজাফফর আহমদকে ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতার করে। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, চাম্বলে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।