চট্টগ্রামের কর্ণফুলীতে প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ফকিরনীর হাট এলাকায় একটি রেস্টুরেন্টে এ সভা হয়। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, জুলাই-অগাস্টে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পুনরায় বিজয় অর্জিত হয়েছে। স্বৈরাচারের পতনের পর সবাই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছেন। একইভাবে ভবিষ্যতে যাতে আর কখনো এমন স্বৈরাচারের সৃষ্টি না হয়, সেই দিকে নজর রাখতে হবে। দক্ষিণ জেলা ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে সবসময় সোচ্চার। ছাত্রদল পূর্বে যেমন শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে কাজ করেছে, বর্তমানেও একইভাবে কাজ করবে। এছাড়াও দলের চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ছাত্রদলকে দেখভাল করেন বলেও জানান জেলা ছাত্রদলের নেতারা। তাই ছাত্রদল সবসময় নীতি ও আদর্শের পক্ষে কাজ করবে।
দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আরিফ,রিফাত আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সানাউল্লাহ্ মির্জাসহ আরও অনেকে।
বক্তব্য রাখেন কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, সহ সভাপতি মো. শফিউল আজম। এছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।