আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ছাত্রকে কোপানোর ঘটনায় সন্ত্রাসী ফৌজুল করিম জামিন আবেদন নাচক, কারাগারে পাঠিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ০৮:৪২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী আরমানকে কোপানোর ঘটনার মামলার প্রধান আসামী ফৌজুল করিম আবেদন নাচক করে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

রোববার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আত্মসমর্পন করেন জামিন আবেদন করেন। বিজ্ঞ বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার দু’পক্ষের শুনানি শেষে ২ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

আদালত সূত্র জানায়, রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে একই মামলার প্রধান আসামী ফৌজুল করিম,কারাগারে থাকা আমির হোসেন, আবদুর রহিম ও জয়নাল আবেদীন জামিন আবেদন করেন। আদালত দু’পক্ষের শুনানি শেষে ফৌজুল করিম ও আমির হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামীর জামিন মুঞ্জুর করেন।

 

গত ১১ জুলাই একদল সন্ত্রাসী প্রবাসী আবুল হোছেনের পুত্র মো. আরমানকে পাহাড়ে ধরে নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ১৯ জুন  লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করে ভিকটিম মো.আরমান। মামলায় আসামী করা হয়েছিল চারজনকে। আসমীরা হচ্ছে ফৌজুল করিম, আবদুর রহিম ও আমির হোসেন ও গুনু মিয়ার জয়নাল আবেদীন।

 

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্র জানায়, গত  ১১ জুলাই সকালে বড়হাতিয়া ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে ফৌজুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আরমানকে  রে হত্যার উদ্দেশ্য পশ্চিমের পাহাড়ে নিয়ে যায়। পাহাড়ে নিয়ে তাকে হত্যার উদ্দশ্যে তাকে সারা শরীর কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাকে পাহাড়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্য মারধর করে। পরে আরমানের আত্মীয় স্বজন তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসী ফৌজুল করিমের নেতৃত্বে সন্ত্রাসীরা বৃষ্টির মত গুলি বষর্ণ করতে থাকে। তারপর আরমানের স্বজনরা সামনে এগিয়ে গেলে সন্ত্রাসী ফাঁকা গুলি ছুড়ঁতে ছুড়তে পশ্চিমের পাহাড়ের দিকে চলে যায়। ওইদিন আরমানকে উদ্ধার লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কিন্তু রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়ার পর লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

বাদি পক্ষের আইনজীবী আক্তার উদ্দিন জানান, আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত দু’জনকে জামিন মঞ্জুর করলেও ফৌজুল করিম ও আমির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।