নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে থেকে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সেট ক্রয়-বিক্রয় চক্রের ১০ সদস্যকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেন।
এই সময় তাদের কাছ থেকে ২১৬টি চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আব্দুল আওয়াল রানা (৩২), মোঃ জাবেদ (৩০), মোঃ ফরহাদ (২৭), মোঃ হানিফ (২৩), মোঃ কামরুল ইসলাম (৩৪), মোঃ আবু তাহের রুবেল (২৮), মোঃ বাপ্পী (২৫), মোঃ ইয়াছিন আলম (২৫),
মোঃ উজ্জল (২২), মোঃ মাসুদ (২০)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে
৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টা ১০মিনিটের সময় চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় চক্রের ১০ জন সদস্য কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর অবৈধ চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সেট ক্রয়-বিক্রয় হইতেছে। এই সংবাদ পেয়ে
তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তাদের অবহিত করে কোতয়ালী থানার এসআই মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থল হতে ১০ জন ছিনতাই /চোরাই মোবাইল ক্রয় চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হতে বিভিন্ন নামি দামী ব্রান্ডের ২১৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে ।