আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ই পৌষ ১৪৩১

চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, কিন্তু বেঁধে পালিয়েছে- মাহমুদুল হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
আনোয়ারায় উপজেলা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালী

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, "আমরা চেয়েছিলাম শুধু শেখ হাসিনা পদত্যাগ করুক কিন্তু এখন তারা দল বেঁধে পালিয়েছে। এই বিপ্লব ছাত্র-জনতার বিপ্লব, কেউ এই বিপ্লবকে নস্যাৎ করতে চাইলে জনতা তার কঠিন জবাব দিবে। ২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ আজ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। বিগত ১৭ বছর দেশে লুটেপুটে ফ্যাসিস্ট হাসিনার দল স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিলো। আজ তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখন ও আছি। আমরা বিগত সময়ে দিনের ভোট রাতের বিরুদ্ধে ছিলাম।"

 

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী নাছির উদ্দীন শাহ, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ্, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন, আতিক জামালী।

 

 

অন্যান্যদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতির মাঝে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, খোরশেদ আলম, মিজানুল করিম শিহাব, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সেলিম উদ্দীন, আহমদ নুর, হাফেজ আব্দুর রশীদ, সাবেক ছাত্রশিবির নেতা হাফেজ হারুন, মামুনুর রশীদ, আনোয়ারা সদর শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ মোরশেদ ও পশ্চিম শাখা সভাপতি মোহাম্মদ সাইমন।

 

 

এর আগে সকালে উপজেলার চাতরী চৌমহনী বাজারের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী টানেল সংযোগ সড়ক, কালা বিবির দিঘির মোড় হয়ে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। দুই হাজারের অধিক নেতাকর্মী নিয়ে দীর্ঘ ১৫ বছর পর উপজেলায় জামায়াতের এই বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।