আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে চট্টগ্রামে স্কুলছাত্রকে গুলি: ২২ বছর পর আসামির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ অগাস্ট ২০২৩ ১২:৫৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

দাবিমতো চাঁদা পরিশোধ না করায় চট্টগ্রামে স্কুলছাত্র নূর তারেককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় এক আসামিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক রবিউল আলম এই রায় দেন।

 

 রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু বক্কর দক্ষিণ বাকলিয়ার মৃত আবু জাফরের ছেলে।

 

 বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রবীর কুমার ধর। তিনি জানান, ২০০১ সালে ২ ফেব্রুয়ারি দাবিমতো চাঁদা পরিশোধ না করায় সন্ত্রাসীরা স্কুলছাত্র মঈনুদ্দিন নূর তারেককে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তার পিতা নুরুর রহমান মামলা দায়ের করেন। প্রায় ২২ বছর পর সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত আসামি মো. আবু বক্করকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ২ মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।



সবচেয়ে জনপ্রিয়