আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চসিক মেয়রের বাড়িতে হাঁটুপানি, গলিতে কোমর সমান

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২০ জুন ২০২২ ১২:৫০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকাগুলো। সোমবার (২০ জুন) সকাল সোয়া এগারোটায় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বহদ্দার বাড়ির নিচতলায় হাঁটুপানি দেখা গেছে।

এ সময় গলিতেও ছিল কোমর সমান পানি। মেয়রের বাসার নিরাপত্তা কর্মী মাসুদ রানা জানিয়েছেন, মেয়র দোতলায় থাকেন। মেয়রের গাড়িটি বাসার সামনেই পানিতে রয়েছে। বাড়ির উঠান ও সামনের রাস্তায় পানি জমে আছে।

অন্যান্য সময় মেয়রের বাড়িতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মী ও দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও ১৮ জুন থেকে পানি জমে থাকার কারণে  কেউ আসছেন না।  

শুধু মেয়রের বাসা বা বহদ্দারহাট নয়, বাদুরতলা সড়কেও জমে আছে হাঁটু পানি। রিকশা-ভ্যানে চড়ে  নারী-শিশুসহ সব বয়সী মানুষ চলাচল করছেন।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়