আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চরম্বায় বাপের বাড়িতে দুই সন্তানের জননীর আত্নহত্যা!

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ ০২:২০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াছমিন আকতার (২০) নামের ২ সন্তানের জননী বাপের বাড়ি আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সে লোহাগাড়ার চরম্বা কাজির পাড়ার সিএনজি চালক ফোরকানের স্ত্রী। সোমবার (২৮ মার্চ) দুপুর দেরটায় লোহাগাড়ার চরম্বা কালোয়ার পাড়া (গুচ্ছগ্রাম) এলাকায়এ ঘটনাটি ঘটেছে। ওই এলাকার আবদুল আলমের মেয়ে। স্থানীয়রা জানান, কয়েকটি এনজিও থেকে ফোরকান রিক্সা চালক ফোরকান ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ করতে অপরাগত হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মাস খানেক আগে নিহত ইয়াছমিন দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। ঘটনারদিন বাড়ির সবার অগোচরে বাড়ির বীমের সাথে ওড়না বেঁধে গলায় প্যাঁছিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে নিহতের স্বামী রিক্সা চালক ফোরকান ঘটনাস্থল থেকে স্ত্রীকে ঝুলন্তবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। হাসপাতালে লাশ রেখে সে পালিয়ে যায় বলে জানান নিহতে বোন কুরমত আকতার। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদ। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, আত্মহত্যায় নিহতেরর খবর পেয়ে পুলিশ একটি টিম হাসপাতাল পরিদর্শন করেন। স্ত্রীর লাশ পেলে স্বামী হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে শুনেছি। লাশের সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।