চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপে জড়িত থাকার সন্দেহে তিন শিশুকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়গামী রাত সাড়ে ৮টার শাটল চৌধুরী হাট স্টেশনে পৌঁছালে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে তাদের ষোলশহর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়
এ সময় তাদের থেকে নেশার জন্য ব্যবহৃত দুই কৌটা গাম, কয়েকটি পলিথিনে মোড়ানো গাম, একটি ভাঙা ব্লেড ও গ্যাস লাইটার জব্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, কয়েকজন ছাত্র তিনজন টোকাইকে ধরে আমাদের কাছে নিয়ে এসেছিল। আমরা তাদের ষোলশহর রেলওয়ে পুলিশের কাছে তুলে দিয়েছি। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।