আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

চবিতে হেনস্তার শিকার ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৩ জুলাই ২০২২ ০৫:২১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন-নিপীড়নের শিকার সেই ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ৪ জনের কাছ থেকে তার মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাকালীন ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  

শনিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ হাটহাজারী কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান।

এর আগে রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে চবি ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় গত মঙ্গলবার প্রক্টরের কাছে অভিযোগ দেন ওই ছাত্রী। এর একদিন পর বুধবার মামলা করেন হাটহাজারী থানায়। পরে র‌্যাবের অভিযানে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করে।  মোটরসাইকেল দুটির মালিক সাইফুল ও শাওন।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়