২৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ২৪তম ব্যাচের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল করিম, হাফেজ মাওলানা মোহাম্মদ আলম, বিশিষ্ট সাংবাদিক খালেদ রায়হান, অর্ণব বড়ুয়া, সূচনা ধর। উক্ত অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শালীমা আক্তার, নাহিদা আক্তার, কাজী সাবেরা বেগম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদ শাহনেওয়াজ, রেণী আক্তার, শারমিন আক্তার, মোহাম্মদ আরিফুল ইসলাম জীবন। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষা ছাড়া জাতি অচল। তাই ছেলে-মেয়েদের শিক্ষাঙ্গনমুখী করার বিকল্প নেই। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ-গ্রহণের মাধ্যমে নিজেদের অর্জিত জ্ঞানের বহিঃ প্রকাশ করতে পারে। তাই যেকোন ধরনের পরীক্ষায় অংশ-গ্রহণ শিক্ষার্থীদের মেধা যাচাই-বাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।