আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে ৬ বসতঘর পুড়ে ছাই

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ১২:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার তিন নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬টি বসতঘর পুড়ে গেছে।  সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোহাজারি পৌরসভার  দে পাড়া হাজারী বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

 

এতে ওই এলাকার মৃত গোপাল দত্তের ছেলে মাষ্টার অরুণ দত্ত, বরুণ দত্ত, কিরণ দত্ত ও মেয়ে দীপ্তি রাণী দত্ত, এবং  খোকা শীলের ছেলে রিপন শীল ও বিজয় শীলের বসতঘরসহ আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস‍্যরা।

 

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কারনাইন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায়  কোন হতাহত হয়নি।

 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দোহাজারী পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ত্রাণ সামগ্রী (চাউল) বিতরণ করা হয়।