আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

চন্দনাইশে ১৫শত পরিবারকে যুবলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ কমরুদ্দিন , চন্দনাইশ : | প্রকাশের সময় : রবিবার ১৭ মার্চ ২০২৪ ০৪:৩৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার অসহায় ও হত দরিদ্র ১ হাজার ৫শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম। শনিবার দুপুরে চন্দনাইশ সদরস্থ মহিলা মাদ্রাসার মাঠে উপজেলার চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা, কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, সাতবাড়িয়া, হাশিমপুর, ধোপাছড়ি ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও হতদরিদ্র পরিবারের মাঝে এইসব ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের যুুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিম,দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ,দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক,দক্ষিণ জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী,আমিনুল ইসলাম চৌধুরী কায়সার,উপজেলা যুবলীগ নেতা যথাাক্রমে আজিজুর রহমান আরজু,মো.সোলাইমান,আনসারুল হক,ফোরক আহম্মদ,রবিউল হোসেন,ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান চৌধুরী,সাজ্জাদ হোসেন নিশান,মিজানুর রহমান হিরু প্রমুখ। এই সময় প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেটি চিনি,২ কেজি চনা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চা-পাতা,১ কেজি তেল, ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন,যুবলীগ নেতা-কর্মীরা সব সময় সাধারণ অসহায়  মানুষের পাশে ছিল আগামীতেও পাশে থাকবে। পবিত্র মাহে রমজানে হতদরিদ্র জনগোষ্ঠির ইফতারের কথা বিবেচনা করে এই উপজেলার প্রায় ১৫শত অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এই  যুবলীগ নেতা ।