আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১০ জুন ২০২২ ০৭:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের  চন্দনাইশে হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বি.জে.পি'র মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বিকাল ৫টায় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায়  চন্দনাইশ তাজেদারে মদিনা সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে ও আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সার্বিক সহযোগিতায় এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ওয়ান আজিজ সেন্টারে এসে সমবেত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান  ফারুকী,  মাওলানা এনাম রেজা আল কাদেরী, মাও ফয়েজুল্লাহ খতিবী,  আলমগীর ইসলা বঈদি, মাও আমিনুল্লাহ মাওলানা হাফেজ আব্দুল কাদের আল কাদেরী, মাও নাসিরুদ্দিন, আব্দুল হাকিম নুরী সহ বিভিন্ন মসজিদের খতিব ও সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রিয় নবীর শান-মানে বেয়াদবি বাংলাদেশের মুসলমান সহ‍্য করবেনা। তারা অবিলম্বে ভারত সরকারকে প্রকাশ‍্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।