আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে সড়ক পুনঃনির্মাণ ও শীত বস্ত্র বিতরণ

মোঃ আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : রবিবার ৮ জানুয়ারী ২০২৩ ০৬:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার ৪ নং বরকল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে প্রথম বছর পূতি উপলক্ষে সড়ক পুনঃনির্মাণ কাজ ও শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় গ্রামের প্রতিবেশিদের উদ্যোগে সড়ক পুনরায় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার (০৭ জানুয়ারি) সকালে বরকল ইউনিয়নের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির সড়ক পুনঃনির্মাণ ও শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার গ্রাম ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলার শহর ও গ্রামে এখন উন্নয়ন ছোয়া পড়েছে। গ্রামীণ অর্থনীতি উন্নতিতে সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আমাদেরও নিজেদের উদ্যোগ নিয়ে কিছু কাজ করতে হবে। সবসময় সরকার মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। এরই ধারাবাহিতায় আমাদের গ্রামেও সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ খোরশেদ আনোয়ার এর ছোট ভাই খোকন, হারুন, আকতার কামাল, ইকবাল, আবু জাপর, বশর, নাছির, হেলাল, মানিক, আবু নায়িম, গিয়াস প্রমুখ।