চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর সমর্থনে তার নিজ বাড়ির উঠানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় বৈলতলী ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, আবদুল জব্বার চৌধুরীর সহধর্মিণী সালমা দিন আফরোজ, দক্ষিন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ, এড. নজরুল ইসলাম, আবদুল নবী খান, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন বাপ্পী, শরফুদ্দীন চৌধুরী, আবদুল জব্বার চৌধুরীর কন্যা ফারিহা চৌধুরী মীম, ইউপি মহিলা সদস্য শাহিদা আক্তার, লাকী আকতার, মুন্নী আকতার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ঝিনু আকতার, শাহনাজ বেগম প্রমুখ।
সমাবেশে আবদুল জব্বার চৌধুরী বলেন উন্নয়নের ধারা অব্যাহত ও স্মার্ট চন্দনাইশ ও সাতকানিয়া বিনির্মানে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।