আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে সাতবাড়ীয়া সিএনজি অটোরিক্সা সমিতির নির্বাচন সম্পন্ন

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : শনিবার ২৮ জানুয়ারী ২০২৩ ০৮:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া আশরাফ মুহুরীহাট সিএনজি অটোরিক্সা মালিক ও চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২৮ জানুয়ারি ) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে একটানা দুপুর ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩৫জন ভোটারের মধ্যে ৮৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মো. আকতার হোসেন চেয়ার প্রতীকে ৭৪ ভোট পেয়ে ৩য় বারের মত নির্বাচনে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সৈয়দ হোসেন সোহেল আনারস প্রতীকে ১৩ ভোট পান। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সভাপতি মো. এমরান, সহ-সভাপতি আবদুর ছবুর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, লাইনম্যান জাফর ও সাজ্জাদ, অর্থ সম্পাদ মো, দিদার, সদস্য জিয়াউল হক, মো. নাছির, সবুর, মো. জসিম, ইকবাল। রির্টানিং কর্মকর্তা ছিলেন সমবায় উপজেলা সহকারী পরিদর্শক ওমর ফারুক। সহকারী প্রিসাইডিং ছিলেন সমবায় কর্মকর্তা বাদল কান্তি দাশ, অফিস সহকারী চিম্ময়ী ঘোষ। বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন যথাক্রমে সহ-সভাপতি পদে পেঠান আলী, সাধারণ সম্পাদক মোঃ আজাদ, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, সদস্য জিয়াবুল ও জসিম উদ্দীন। এছাড়াও নির্বাচনে চন্দনাইশ থানার এসআই হিরো বিকাশের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।