চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ এলাকায় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪৮) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৩ জুলাই) বিকালে কাঞ্চনবাদ ইউনিয়নের শাহ সুফি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বশির আহমদ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার হাছি মিয়ার ছেলে রফিক আহমদ (৬০) এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে কাঞ্চনবাদ এলাকার ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম চট্টগ্রাম আদালত থেকে বাড়িতে যাওয়ার সময় রফিক আহমদ ও তার ছেলে মামুন এর নেতৃত্বে ১০/১৫জন লোক সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা ও লোহার রড দিয়ে তার উপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।