আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

চন্দনাইশে যাত্রীবাহী বাসে আগুন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:২৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি-জামায়াতের ডাকা  ৪৮ঘণ্টার অবরোধ হরতালের প্রথম দিনের দিবাগত রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

 

মোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময়  উপজেলার জোয়ারা ইউনিয়নের কাঞ্চনগর বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। 

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর পার্কিং অবস্থায় থাকা শাহ মজিদিয়া নামক যাত্রীবাহী মিনিবাসে অগ্নি সংযোগ হয়। যে গাড়ীর (রেজিঃ নং চট্টমেট্রো ব-১১-০৫১৮)।  তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে বাসের সীট পুড়ে যায় এবং বাসের উভয় পাশের গ্লাসের ক্ষতি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে বাসের চালক সরোয়ার বাস নিয়ে যায়। 

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, গতকাল রাতে একটি বাসে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।