আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে ভাইয়ের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া ভাই তপন আটক

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ০৮:৫৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বসত ঘর ভেঙ্গে নিশ্চিহ্ন করে দেয়ার মামলায়  আসামি রতন কান্তি দাশ কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে সৃজন কান্তি দাশ। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বরকল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত বেনীমাধব দাশের ছেলে সৃজন কান্তি দাশ নির্মাণাধীন টিনের ঘরের কাজ করা অবস্থায় ছোট ভাই রতন কান্তি দাশ দলবল নিয়ে মারধর করে এক পর্যায়ে চাপাতি দ্বারা হত্যা চেষ্টা করে, সৃজন জীবন বাচাতে পালিয়ে গেলে তার বসতঘর ভেঙ্গে নিশ্চিহ্ন করে দেয় রতন কান্তি দাশ। এরই মধ্যে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আনোয়ার হোসেন জানান, আটক আসামিকে  আদালতে সোপর্দ  করা হয়েছে।