আজ রবিবার ১ ডিসেম্বর ২০২৪, ১৭ই অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে প্রতিমন্ত্রী হওয়ায় নজরুল ইসলাম চৌধুরী এমপিকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৪:৪১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে  উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সকালে উপজেলার নব নির্মিত অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা ও হলের উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

 এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন স্তরের সরকারি  কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এতে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাও সোলায়মান ফারুকী, এসি ল‍্যান্ড ডিপ্লোমেসি চাকমা, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ থানার ওসি ওবাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, চৌধুরী, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকীম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এডভোকেট খোরশেদ বিন ইসহাক, আব্দুর রহিম চৌধুরী, আব্দুল আলীম, এস এম সায়েম  প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।