আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

চন্দনাইশে পূর্ব শত্রুতার জেরে একাধিক বসত ঘরে হামলা আহত -১

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ০৪:১৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলার ঘটনা ঘটে। এতে ফাহিম ছিদ্দিক নামে এক যুবক আহত হয় এবং পার্শ্ববর্তী বাড়ির দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। বুধবার (১৮ জানুয়ারি) এই ঘটনাটি ঘটে। আহত মো. ফাহিম উপজেলার বরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইগাতা এলাকার মৃত মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় আহতের মা কাজী ফরহাত আক্তার বাদী হয় এবং বসত ঘরে হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগেও শাহীন আক্তার বাদী হয়ে চন্দনাইশ থানায় সাত জনের নাম উলেস্নখ করে ২টি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৫ জানুয়ারি বিকেলে বাদীর ছেলে সানিম ছিদ্দিকের বন্ধুদের সঙ্গে অভিযোগ পত্রের ১ নং বিবাদী দেলোয়ার হোসেনের মারামারি হয়। এতে ফাহিম উপস্থিত না থাকলেও তার উপর ক্ষিপ্ত হয়ে শত্রুতা পোষণ করতে থাকে বিবাদীগণ। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিবাদীরা অজ্ঞাতনামা কয়েকজন সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সানিমকে খুঁজতে আসে। তাকে না পেয়ে ঘরের দরজা ও বিভিন্ন অংশে বারি মারতে থাকে। সানিমের বড় ভাই ফাহিম প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে পিঠিয়ে জখম করে। বিবাদীরা পাশ্ববর্তী বসত ঘরে হামলা করেও দুটি মোটরসাইকেল ভাংচুর করে। আশেপাশের লোকজন জড় হতে থাকলে বিবাদীরা বাদীপক্ষকে সুযোগ মত পাইলে প্রাণ নাশের হুমকি প্রদান করতে করতে চলে যায়। অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই নুরম্নল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে’’।