আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

চন্দনাইশে নিজস্ব অর্থায়নে এতিম গরীব পরিবারের দু'টি রাজকীয় বিয়ের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন জেসিকা গ্রুপের চেয়ারম্

মোহাম্মদ কমরুদ্দিন , চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : শনিবার ২ মার্চ ২০২৪ ১২:১৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার  বদুরপাড়া এলাকায় নিজস্ব অর্থায়নে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এতিম অসহায় দুইটি বিয়ের আয়োজন করেছেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজারের  রামাদা হোটেলের এম.ডি জসিম উদ্দীন আহমেদ। শুক্রবার (১ মার্চ) দিনব্যাপি চন্দনাইশে বদুর পাড়া তার নিজ বাসভবনে উপজেলার উত্তর গাছবাড়িয়ার এরশাদ মিয়ার ছেলে নাঈম উদ্দীন (২২)’র সাথে রাঙ্গুনিয়ার আবুল কাসেমের মেয়ে রাবেয়া বেগম (১৮) ও পূর্ব হাছনদন্ডী গ্রামের রমজান আলীর ছেলে মো. ফারুক (২২)'র সাথে দক্ষিণ গাছবাড়িয়ার সামশুল আলমের মেয়ে রাজু আকতার (১৯)'র সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাঁকজমক পূর্ণভাবে এই বিবাহকার্য সম্পন্ন হয়। উভয় বিয়েতে জসিম উদ্দীন উভয়ের পরিবারের নিকট আত্মীয়-স্বজনসহ প্রায় ৪শতাধিক বর যাত্রীকে আপ্যায়ন ও দৈনন্দিন ব্যবহারের জন্য খাট, আলমারি, সোফা সেট, আলনা, বেড-তোষক, বর-কনের জন্য ৫ সেট করে কাপড়, রান্না-বান্নার জন্য -ডেকসি, ক্রোকারিজের মালমালসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন তিনি। এই সময় জসিম উদ্দীন আহমেদ বলেন, চন্দনাইশে যেসব অসহায় মানুষের বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে,টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না,সেসব মেয়েদের তিনি নিজ অর্থায়নে বিয়ের আয়োজন করি।ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অনেক গুলো বিয়ে নিজ খরচে দিয়ে সহযোগিতা করে আসছি। আগামী রমজানের পূর্বে আরো ১০টি বিয়ে এক সাথে আমার উঠানে করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।