চট্টগ্রামের চন্দনাইশে "দুর্ণীতি দমন কমিশন শক্তিশালীকরণ " প্রকল্পের আওতায় সততা সংঘের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার নিমিত্তে চন্দনাইশ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃত্তির অর্থ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ জুন বিকেলে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশাদ উল্লার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, শিক্ষক, মাও. মোহাম্মদুল হক, এ এইচ এম সৈয়দ হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, আব্দুস সবুর প্রমুখ। পরে প্রধান অতিথি ও সভাপতির হাত থেকে বৃত্তির নগদ অর্থ গ্রহন করেন বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জসীম ও সাতবাড়ীয়া শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইনজামামুল হক।