আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ অগাস্ট ২০২২ ০৬:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট উপলক্ষে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়। ২৫ আগষ্ট বিকালে গাছবাড়ীয়া রেডিসন কনভেনশন হলে উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান।

 এতে অন‍্যদের বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবু তাহের,  সহ-সভাপতি মো: মিজানুর রহমান, সহ সভাপতি মো: খালিদ, মো: মামুন, যুগ্ন-সম্পাদক চৌধুরী তানভীর,  ইরফান, উত্তম বিশ্বাস,  মো: মিঠু, মো: রিজোয়ান কফিল, গিয়াস উদ্দিন রায়হান, প্রিয়ম বিশ্বাস,  রাইসুল আসাদ জয়, আবিদুল ইসলাম।  উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বশর ভুইয়া, যুগ্ন-সম্পাদক আবু হেনা ফারুকী, মাহবুবর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুননেছা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম-আহবায়ক মুছা তছলিম, মুরিদুল আলম, ছাত্রলীগ নেতা মাসুদ চৌধুরী  প্রমুখ।

আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান।