চট্টগ্রামের চন্দনাইশে দেশনেত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ আগষ্ট ) উপজেলার বুলারতালুক মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি সোলায়মান ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম।
দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা মফিজউদ্দিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুরিদুল আলম, বিএনপি নেতা আমিনুল ইসলাম, মোহাম্মদ হাসান, আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সি. সহ সভাপতি মোহাম্মদ আলী আক্কাস, যুবদল নেতা মোহাম্মদ সুমন, ছাত্রদল নেতা যথাক্রমে আমিনুল ইসলাম, মোহাম্মদ জমির, হেলাল উদ্দিন, মোহাম্মদ জামালউদ্দিন, মোহাম্মদ রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। রাজপথ হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীও হয়েছেন তিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় মাত্র ২ কোটি টাকার সাজানো মামলার ফরমায়েশী রায়ে কারারুদ্ধ করে শেখ হাসিনার সরকার। পুরানো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন। ২০২০ সালে করোনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানে ভাড়া বাসায় এনে বন্দী রাখা হয় খালেদা জিয়াকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও বার বার পরিবারের পক্ষ থেকে করা আবেদন শেখ হাসিনার সরকার নাকচ করে দেয়।
বেগম খালেদা জিয়া বর্তমানে হৃদযন্ত্র, লিভারের সমস্যা, ডায়াবেটিস, চোখ ও হাঁটুর সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত। এরই মধ্যে করোনা, হার্ট ও লিভারের সমস্যায় বার বার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। কিছুদিন আগে তার একটি অপারেশন হয়েছে। বেগম খালেদা জিয়ার বন্দীত্বকালের সাড়ে ছয় বছরে তার বড় পুত্র তারেক রহমান লন্ডনে থেকেই দলকে তৃণমূল শক্তিতে রূপান্তরিত করেছেন। তার মা বেগম খালেদা জিয়ার জন্মদিনেও তিনি প্রবাসে। তবে এখন বিএনপির প্রতিটি নেতা-কর্মী-সমর্থক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই নেত্রীর জন্মদিন ও দোয়া মাহফিল পালন করছেন। শেষে নেত্রীর আশু রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।