আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে আল হাবিব ইসলামী সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ কমরুদ্দিন,চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৮ এপ্রিল ২০২২ ০৭:৪৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে সামাজিক সংগঠন আল হাবিব ইসলামী সংস্থার উদ্যোগে অসহায় হত-দরিদ্র প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ৮ এপ্রিল (জুমাবার) দুপুরে পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডে চৌধুরী পাড়া এলাকা খলিফা পুকুর পাড় জামে মসজিদের মাঠে এই ইফতার সামগ্রী বিতরন করে সংগঠনের নেতৃবৃন্দ । এতে সভাপতিত্ব করেন খলিফা পুকুর পাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবু্বুর রহমান কুতুবী। প্রধান অতিথি ছিলেন পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক। সংগঠনের যুগ্ম-সম্পাদক সাংবাদিক মোঃ জাহিদুর রহমান চৌধুরী'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল হাবিব ইসলামী সংস্থার উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক উমর ফারুক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রুবেল, সহ-সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক আলী হায়দার, সদস্য এমরানুল হক চৌধুরী, খোরশেদুল আলম চৌধুরী, মনির উদ্দিন,জাহেদ চৌধুরী প্রমুখ। এসময় অতিথিরা বলেন,আল হাবিব ইসলামী সংস্থা একটি সামাজিক অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছর এই সংগঠনের উদ্যোগে অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ইতফার সামগ্রী বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বছর প্রায় দের শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চনা, তৈল, পিয়াজ ,মশুরডাল, আলু, লবন সহ ইফতার উপহার দেয়া হয়।