আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে পদযাত্রা

চন্দনাইশ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার ০৮ নং হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা প্রতিবন্ধকতার মাঝেও কর্মসূচি পালন করে। গত ১১ ফেব্রুয়ারী খালেদা জিয়া, নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পদযাত্রা আয়োজন করা হয়। বক্তাগণ বলেন গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার ডিজেল, কৃষি পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পূর্ণউদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। হাশিমপুর আহবায়ক কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল সওদাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বাহার উদ্দিন বাহার, উপজেলা যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মারুফ, প্রাক্তন হাশিমপুর ইউনিয়ন ধানের শীষের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মজিদ শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, বিএনপি’র সদস্য নুরুল আমিন, মো. আসিফ, শহিদ, সুমন, মঞ্জুর প্রমুখ। (ছবি আছে)