আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম চালু

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ০৪:২৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক চক্ষু সেবার আওতায় এনে অন্ধজনে আলো দিতে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চালু হলো কমিউনিটি ভিশন সেন্টার। 

প্রাথমিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দুজন সিনিয়র নার্স উন্নত প্রযুক্তি ব্যবহার করে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে তথ্য প্রেরণ করে রোগীর সাথে চক্ষু বিশেষজ্ঞের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছে।

দৃষ্টিশক্তি পরীক্ষা করে চশমা প্রদান, লেন্স সংযোজন সহ চোখের ছানি অপারেশন, গ্লুকোমা রোগ, ডায়াবেটিস জনিত চক্ষু রোগ, শিশু চক্ষু রোগ, রেটিনার রোগ সমুহ, চোখের আঘাত জনিত সমস্যা, চোখের মনির রোগ,নেত্রনালীর রোগ সহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করাই কমিউনিটি ভিশন সেন্টারের । 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমা ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছেন এরই ধারাবাহিকতায় চন্দনাইশে ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প  খরচে উন্নত চিকিৎসা , বিনামুল্যে  চশমা,  অপারেশনের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সেবার ব‍্যবস্হা নিশ্চিত  করেছেন। এ সেবার ফলে চন্দনাইশের অনেক গরীব, অসহায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসা সহজলভ্য হবে বলেও জানান তিনি।