আজ শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

চন্দনাইশ উপজেলায় বিজয়ী যারা

আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ০৬:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

গত ১৭ই অক্টোবর ৫৭টি জেলা পরিষদ নির্বাচনের মধ্যে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এটিএম পেয়ারুল (আনারস) ও জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব নারায়ন রক্ষিত (মোটরসাইকেল), সংরক্ষিত নারী আসনে জেলা পরিষদের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী (মাইক), মোছাম্মত দিলু আর বেগম (ফুটবল), দিলুয়ারা বেগম (বই), পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম মেম্বার (হরিণ), পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের স্ত্রী ফারহানা আফরীন জিনিয়া ( দোয়াত কলম) এবং সাধারণ সদস্য পদে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আবু আহম্মদ চৌধুরী জুনু (হাতি) ও গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভি.পি মোঃ শেখ টিপু চৌধুরী (তালা) প্রতীকে প্রতিদ্ধন্ধীতা করে বিজয়ী হন পেয়ারু, ফারহানা আফরীন জিনিয়া এবং আবু আহমদ জুনু। চন্দনাইশ উপজেলা-১১নং ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির। তিনি সকাল ৯:০০ টায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরু করে ১১৮ জন ভোটারের মধ্যে ১১৭ জনের ভোটারদিরকার নিশ্চিত করে দুপুর ২:০০টায় ভোট গ্রহণ শেষ করে, ফলাফল ঘোষণা করেন। জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের প্রতক্ষ বৈধ ভোটে এটিএম পেয়ারুল ইসলাম (আনারস)- এর বৈধ ভোটের সংখ্যা- ১১৩টি ও তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী নারায়ন রক্ষিত ( মোটর সাইকেল)-এর বৈধ ভোটের সংখ্যা-০৪টি, সাধারণ সদস্য পদে আবু আহমদ চৌধুরী জুনু (হাতি)- এর বৈধ ভোটের সংখ্যা- ৬৪টি ও তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ শেখ টিপু চৌধুরী (তালা) এর বৈধ ভোটের সংখ্যা- ৫৩টি ও সংরক্ষিত নারী পদে ফারহানা আফরীন জিনিয়া ( দোয়াত কলম)-এর বৈধ ভোটের সংখ্যা- ৮৫টি এবং বাদ-বাকী ৩২টি ভোট তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণ পেয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পারায় প্রিজাইডিং অফিসার, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির প্রশাসন, প্রার্থী, ভোটার, সমর্থক এবং সাংবাদিকদের নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন।