আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

চতুর্থশ্রেণির ছাত্রীকে দেওয়া হলো দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০১:৫৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফের হ্নীলা ইউপিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। করোনা টিকার দুই ডোজ পাওয়া ওই শিক্ষার্থী দারুসসুন্নাহ  মাদ্রাসার শিক্ষার্থী।

শনিবার (২২ জানুয়রি) টেকনাফ থানার হ্নীলা ইউপির উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ১০ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়। এ সময় ওই ছাত্রীও  কেন্দ্রে টিকা নিতে যায়। তখন টিকাকর্মীরা ভুলবশত তাকে দুইডোজ  টিকা পুশ করে বলে জানা গেছে।

টিকা নেওয়া ছাত্রীর মা বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। শরীরে প্রচুর জ্বর। কোনও সমস্যা হলে সেটা কর্তৃপক্ষকে দায় নিতে হবে। 

 

জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. টিটু চন্দ্রশীল জানান, ভুলে দুই ডোজ টিকা দেওয়া হয়ছে। তবে এতে তেমন কিছু হবে না। পার্শ্বপ্রতিক্রিয়ার কথা  জানতে চাইলে তিনি বলেন, কোনও সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।