আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : শনিবার ৮ অক্টোবর ২০২২ ০২:৩২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫৫ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

 

শনিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 



সবচেয়ে জনপ্রিয়