আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ২টি ভবন হেলে পড়েছে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ১২:১৮:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

 

চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় দুইটি ভবন হেলে পড়েছে। আতঙ্কের মুখে ভবনগুলোর ভাড়াটিয়ারা ইতোমধ্যেই বাসা ত্যাগ করেছেন। সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ভবন দুটি হেলে পড়ার বিষয়টি সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাঝিরঘাট এলাকায় স্বপন বাবু (তিন তলা) ও মনোরঞ্জন দাসের (দুই তলা) মালিকানাধীন পৃথক দুটি ভবন হেলে পড়েছে। ভবনগুলো কমপক্ষে ২ থেকে ৩ ফুট হেলে পড়েছে। ভবনে বসবাসকারীরা নিরাপদ স্থানে সরে গেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পাশে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। সেখানের নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণেই হয়ত ভবনগুলো হেলে পেড়েছে।

এ বিষয়ে স্বপন বাবুর ছেলে শুভ দাবি করে বলেন, আমাদের ভবনের পাশে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। এখানে পাইলিংয়ের কাজ করা হয়। এখানে কাজের সময় প্রচণ্ড কম্পন হচ্ছিল। এ কারণেই বিল্ডিং দুটি হেলে পড়েছে। ভবনের বাসিন্দারা সবাই নিরাপদে সরে গেছেন। আমাদের ভবনটি কমপক্ষে তিন ফুট হেলে পড়েছে।

 



সবচেয়ে জনপ্রিয়