আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ অগাস্ট ২০২২ ০৯:৫৮:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

চট্টগ্রাম আদালত এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাহেদুল হক ও ইসহাক আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি করেছেন হামলার শিকার যমুনা টিভির রিপোর্টার আল আমিন সিকদার। 

 

মামলা দায়েরের বিষয়টি মামলার বাদী আল আমিন সিকদার ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির নিশ্চিত করেছেন। মামলায় পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০৭/৩৪২/ ৩৭৯/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

 

 

বুধবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলার শিকার হন সৈয়দ আসাদুজ্জামান লিমন ও আল আমিন সিকদার। আইনজীবী পরিচয়ে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত দুই সাংবাদিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

 

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

রাতে সিইউজে কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এছাড়াও দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের আইনজীবী সনদ বাতিল ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন সিইউজের নেতারা।

 

 

সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক ইউনিট প্রধান খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ।

 

বৈঠকে সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, বিএফইউজে সদস্য আজহার মাহমুদ, সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সফিক আহমেদ সাজীব, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ রেহমানসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।