আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে মাঝনদীতে আটকে গেছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মে ২০২৪ ০৪:৪৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় মাঝনদীতে আটকে গেছে একটি কার্গো জাহাজ।

 

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটি বয়ায় (নদীর মাঝে জাহাজ বাঁধার জায়গা) আটকে যায়।

 

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, জাহাজটিকে উদ্ধারের জন্য দুটি টাগবোট পাঠানো হয়েছে।

 

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার রাতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সোমবার বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলেও কোনো জাহাজ ভিড়তে পারেনি।

আজ সকাল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বন্দর জেটিতে জাহাজ আসতে শুরু করে। কিন্তু দুপুর ১টার দিকে কসকো শিপিংয়ের জাহাজটি বন্দরে প্রবেশের সময় বয়ায় আটকে যায়।

 



সবচেয়ে জনপ্রিয়