আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ নিয়ে আওয়ামীলীগ নেতার হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | | প্রকাশের সময় : বুধবার ১২ অক্টোবর ২০২২ ০৪:৪৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণ সমাবেশে যারা যোগ দিবেন তারা যেন বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছেন ততদিন এলাকায় না আসেন; আসলে তাদের প্রতিহত করার জন্য ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশনা দিয়ে হুশিয়ারী দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বক্তব্যে বলেন, ‘আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব রহমান রুহেলের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগের ১০কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ১০ কমিটির মিটিং সফল এবং সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করছি। জননেত্রী শেখ হাসিনা গত ১৪ বছর যাবৎ এই আমাদের দেশকে শাসন করে যাচ্ছে। এই উনার ক্ষমতার সময় আমরা কোথায় কি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, আমাদের ধুম ইউনিয়নে অনেক উন্নয়নের ধারা অব্যাহত আছে। উন্নয়ন কাজ চলমান আছে। এই উন্নয়নের ধারা অব্যাহর রাখার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। আমরা পরস্পর শুনতে পাই আগামীকাল (বুধবার) নাকি উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত-বিএনপি কোথাও নাকি তারা সমাবেশ ডেকেছে। এই সমাবেশকে আমরা প্রত্যাখ্যান করি। ৪নং ধুম ইউনিয়ন থেকে কোন ব্যক্তি, ছাত্র, যুবক, ব্যবসায়ী এই সমাবেশে অংশগ্রহণ করবে না। এ সমাবেশে যদি কোন ছাত্র, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী যদি অংশগ্রহণ করে; তাদের প্রতি আমাদের ঘোষণা থাকলো- তারা যেনো বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত এবং আগামী ১ বছর আমরা যে ক্ষমতায় আমি আমাদের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত তোমরা যে সমাবেশে গিয়েছো, সেই সমাবেশ থেকে এলাকায় ফিরে আসতে পারবে না। তোমরা যেনো এলাকায় ফিরে না আসো। এই তাদেরকে প্রতিহত করার জন্য আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীদের উদ্বার্ত্ত আহŸান জানাবো। তাদেরকে একে একে চিহ্নিত করা হোক।’ মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৪নং ধুম ইউনিয়নের স্থানীয় ঘোলকেরহাট বাজারে মহাসমাবেশের প্রচারণা উপলক্ষে মাইকিং করে এমন ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এ নেতা। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে একেএম জাহাঙ্গীর ভ‚ঁইয়া বলেন, ‘আমি বলেছি, সন্ত্রাসের বিরুদ্ধে। এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদের বিরুদ্ধে। এলাকায় গাছ চুরি, মাছ চুরি করে। আমি বলেছি যে সমাবেশে লাঠি নিয়ে জ্বালাওপোড়াওয়ের কথা বলে সন্ত্রাস করে তারা যাতে না আসে।’