আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৯ অক্টোবর ২০২২ ১১:০৯:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রেগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯১ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এর আগে গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন। এই নিয়ে চলতি বছর সর্বমোট ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এসময় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২ জন। তারমধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৪ জন রোগী।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। তারমধ্যে নগরের ১ হাজার ২৩০ জন এবং উপজেলার ৪৪৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৭৯২ জন, নারী ৪৬১ জন এবং শিশু ৪২১ জন। এছাড়া মারা গেছেন শিশু ও নারীসহ ১২ জন।



সবচেয়ে জনপ্রিয়