রেঞ্জ ডিআইজির দায়িত্ব নিয়ে চট্টগ্রামে ফিরেছেন চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার নূরে আলম মিনা। রবিবার সকালে তিনি চট্টগ্রাম রেঞ্জের ৬১তম উপ–মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি রংপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দায়িত্ব গ্রহণের আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত জাগ্রত ৭১ ও রণবীর ৭১- এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
চট্টগ্রামে এসপি থাকাকালীন ২০১৭ সালের ১৬ মার্চ সীতাকুণ্ডে মৃত্যু পরোয়ানা না করে দেশে প্রথম জঙ্গি বিরোধী অভিযান ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ এর নেতৃত্ব দেন নূরে আলম মিনা। অভিযানে জঙ্গিদের ছোড়া বোমা ও গ্রেনেডে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। সেবার তিনি জঙ্গি আস্তানা থেকে ২১ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।