আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে খুনের দায়ে ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ২৭ নভেম্বর ২০২২ ০৫:১৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের চন্দনপুরায় কলেজছাত্রকে ২৪ বছর আগে গুলি করে খুনের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।  

রবিবার সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রফিক ও আজিম উদ্দিন আহমেদ রাজা। খালাসপ্রাপ্ত আসামি অনুপ মল্লিক। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।  

 

অতিরিক্ত মহানগর পিপি নোমান চৌধুরী জানান, চন্দনপুরার কলেজ ছাত্র মাসুদ চৌধুরীকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রফিক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আজিম উদ্দিন পলাতক এবং অনুপ মল্লিক জামিনে আছেন।

অতিরিক্ত মহানগর পিপি নোমান চৌধুরীকে মামলা পরিচালনায় সহযোগিতা করেন অ্যাডভোকেট আবু ঈসা।

 



সবচেয়ে জনপ্রিয়