আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না শিডিউল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ ১২:০৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নগরের কোন এলাকায় কখন, কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, সেই সিদ্ধান্ত হবে আজ। পিডিবি চট্টগ্রাম আঞ্চলের প্রধান প্রকৌশলীর দফতর এ সিদ্ধান্ত নেবে। সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে পরিকল্পিত লোডশেডিং ব্যবস্থাপনার জন্য আগে থেকেই এলাকাভিত্তিক গ্রাহকদের জানিয়ে দেবে পিডিবির সংশ্লিষ্ট ফিডারগুলো।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পিডিবির জনসংযোগ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম।  

তিনি বলেন, বিকেলে লোডশেডিংয়ের শিডিউল চূড়ান্ত হবে। এখন কাজ চলছে।  

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলেন, আমরা ডিমান্ড পর্যায়ে ও সরবরাহ পর্যায়ে সাশ্রয়ী হওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিভিন্ন ফিডারগুলোর কাছে লোডশেডিংয়ের একটি শিডিউল পৌঁছে যাবে। এখন শিডিউল তৈরির কাজ চলছে।  

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম বলেন, এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিডিউল আমরা চূড়ান্ত করছি। তালিকাটি তৈরিতে একটু সময় লাগছে। আমরা কতটুকু পাওয়ার পাচ্ছি তার ওপর ভিত্তি করে এই শিডিউলটা তৈরি করতে হবে। আজকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করা হবে।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়