আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার নেমেছে ৫ শতাংশে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ অগাস্ট ২০২২ ১২:৪০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৮ জনই মহানগরের বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিআইটিআইডি হাসপাতালে ২৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১টি, ইমপেরিয়াল হাসপাতালে ১৮টি, শেভরণে ৫৬টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪টি, ইপিক হেলথ কেয়ারে ২২টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৪টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৭টি এবং এভারকেয়ার হাসপাতালে ১টি নমুনা পরীক্ষা করা হয়।  

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৪৮ জন। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৭৭২ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ হাজার ৮৭৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলার ৬৩০ জন।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়