আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ইভ্যালির এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০২:১১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

 

চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছাম্মৎ শামীমা নাসরিসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

 

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করা হয়।

 

 

 

মামলার বাদী ব্যবসায়ী মো.ফারুক  বলেন, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিনি ৭ লাখ ৩০ হাজার টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু দীর্ঘসময়ে তার কাছে কোনও পণ্য সরবরাহ করা হয়নি। পরে ইভ্যালির অফিস থেকে চেক প্রদান করা হয়। চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়।

 

অ্যাডভোকেট মোহাম্মদ সালেহ উদ্দীন  বলেন, চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে চারজনের বিরুদ্ধে সমন জারি করেন।

 

২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে মাত্র আড়াই বছরের মাথায় সরবরাহকারী কোম্পানি ও গ্রাহকদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়েছে ইভ্যালি। এত অল্প সময়ে এই বিপুল টাকা কোথায় গেল, তার হদিস এখনও মিলেনি।



সবচেয়ে জনপ্রিয়