আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ইটভাটা মালিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ০৭:১২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

জিগজ্যাক ইটভাটায় ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ইট প্রস্তুতকারী মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহসভাপতি ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজানগর ইউপি চেয়ারম্যান সমশুল আলম তালুকদার, সহসভাপতি আমিনুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।।

 

এ সময় বক্তারা বলেন, অধিকাংশ ইটভাটা মালিকগণ লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া ইট পোড়ানোর প্রধান উপকরণ জ্বালানি কয়লা অতি মুনাফালোভী আমদানিকারকরা সিন্ডিকেটের মাধ্যমে বেশি মূল্যে কয়লা বিক্রি করছেন। ফলে তারা জ্বালানি সমস্যায় পড়ছেন। বক্তারা এসব সমস্য সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

 



সবচেয়ে জনপ্রিয়