আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) নির্বাচনে ৭ প্রার্থী অংশ নিলেও নদভী-মোতালেব ছাড়া বাকিদের দেখা নাই

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নির্বাচন কমিশন কর্তৃক ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও প্রচার-প্রচারণায় নেই ৫ জন। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে মাঠ গরম রেখেছেন আওয়ামী লীগের দুইবারের সংসদ,ও ৩য় বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন (নদভী) এমপি। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে "ঈগল"প্রতীক নিয়ে (সাতকানিয়া-লোহাগাড়া) কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব (সিআইপি) তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দু’জন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরও ৫ জন প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠে-ময়দানে, প্রচার-প্রচারণায় নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে ইসলামী ঐক্যজোটের মাওলানা‌ হাফেজ মো.হারুনের (মিনার) প্রতীকের গাড়ি চোখে পড়ে। কিছু কিছু জায়গায় মুক্তিজোটের প্রার্থী মো.জসিম উদ্দিনের (ছড়ি) মার্কার পোষ্টার দেখা যায়। অন্য প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির মো. ছালেম (লাঙল),বাংলাদেশ কল্যাণ পার্টির মো.সোলাইমান কাসেমী (হাতঘড়ি),বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন (মোমবাতি),আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর বাইরে যারা দাঁড়িয়েছেন তাদের প্রচার-প্রচারণা বা গণসংযোগ নেই বললেই চলে। এমনকি নির্বাচনী অফিসও কোথাও চোখে পড়েনি। এই প্রার্থীদের সম্পর্কে দুই উপজেলার মানুষের কোন ধরনের ধারণা নেই বললেই চলে।এই আসনের ভোটাররা মনে করছেন তারা এমনিতেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। মূলত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রার্থীর মধ্যে আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন (নদভীর) নৌকা,ও আবদুল মোতালেব (সিআইপি) এর "ঈগল" প্রতীকের মধ্যে।