আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চট্টগ্রাম ১৪ আসনে হ‍্যাট্রিক করলেন নজরুল ইসলাম চৌধুরী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : সোমবার ৮ জানুয়ারী ২০২৪ ০৪:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ( সাতকানিয়া আংশিক) আসনে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এ আসনে ১০০টি কেন্দ্রের মধ্যে  মোঃ নজরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১১২৫ ভোট। তাঁর

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮৮৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২৭৪৪৭ ভোট। 

এতে অন‍্যান‍্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ চৌধুরী মাসুদ ( লাঙ্গল) পেয়েছেন ১১২ ভোট,  ইসলামিক ফ্রন্টের আবুল হোছাইন ( চেয়ার )  পেয়েছেন ৬৪ ভোট। তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী ( ফুলের মালা) পেয়েছেন ৬৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির  ( একতারা ) পেয়েছেন ১৯৬ ভোট, বাংলাদেশ  ন‍্যাশনালিষ্ট ফ্রন্টের গোলাম ইসহাক খান( টেলিভিশন ) প্রতীকে পেয়েছেন ( ৬১৩) ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাবউদ্দিন মোহাম্মদ আব্দুস সামাদ ( মোমবাতি ) প্রতীক পেয়েছেন ৫২৩১ ভোট।

৭ জানুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

চট্টগ্রাম ১৪ আসনে মোট ভোটার সংখ‍্যা ১ লক্ষ ৮৮ হাজার ৮৫০। প্রার্থী সংখ‍্যা ৮ জন।

৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ১০০ কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।