আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় সন্ত্রাসীর ভয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ ০৫:৪৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

চকরিয়ায় পৌর এলাকায় একদল স্বশস্ত্র সন্ত্রাসীরা জায়গা-জবর দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের অস্ত্রের মহাড়ায় প্রকৃত জায়গার মালিক চরম আতঙ্কে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন। 

 

বৃহস্পতিবার বিকালে চকরিয়া পৌরশহরের একটি রেস্টেুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী জমির মালিক।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জমির মালিক 

উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

আনোয়ারুল আজিম বলেন, চকরিয়া চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডস্থ লক্ষ্যারচর মৌজার আমানচর এলাকার বিএস ১০৩ নম্বর খতিয়নের পৈত্রিক সূত্রে পাপ্য ও নিজ নামীয় ১ একর ৬১ জমি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। তার দখলীয় জমিতে একদল স্বশস্ত্র সন্ত্রাসী জায়গা-জবর দখল নিতে মরিয়া হয়ে উঠে। ওই দখলবাজ চক্ররা নিত্যদিন জায়গা-জবর দখল করার মানসে বে-আইনী জনতা গঠন করে অস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছেন। এমনকি ওই জায়গার বর্গাচাষীদের নানা ধরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন বলে ভুক্তভোগী জমি মালিক দাবী করেছেন। এনিয়ে তিনি সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তক্ষেপ কামনা করেন।